সুন্দরবনে পর্যটক প্রবেশের পাশ উন্মুক্তের দাবিতে মানববন্ধন

|

নিজস্ব প্রতিনিধি:

সুন্দরবনে পর্যটক প্রবেশের পাশ উন্মুক্তের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে সুন্দরবন সুরক্ষা কমিটি ও ম্যানগ্রোভ ট্যুরস অপারেটর অ্যাসোসিয়েশনের উদ্যোগে বোট মালিক ও পর্যটন সংশ্লিষ্টরা এই মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরুতেই দেশের অন্যান্য পর্যটন কেন্দ্রের ন্যায় সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু কক্সবাজার, কুয়াকাটাসহ অন্যান্য পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হলেও এখনো সুন্দরবনে পর্যটক প্রবেশের পাশ উন্মুক্ত করা হয়নি। এতে কর্মহীন হয়ে সুন্দরবন কেন্দ্রিক পর্যটন সংশ্লিষ্টরা মানবেতর জীবনযাপন করছেন।

বক্তারা সুন্দরবনে পর্যটকদের প্রবেশের জন্য অবিলম্বে পাশ পারমিট উন্মুক্তের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply