দুর্নীতির অভিযোগে মানিকগঞ্জে দুই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

|

টাকা আত্মসাৎসহ সরকারের বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানিকগঞ্জের দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং এক সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রাকিব হোসেন ফরহাদ, হরিরামপুর উপজেলার রামকৃঞ্চপুর ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন এবং একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য মো. কামাল হোসেন।

সোমবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে বহিস্কারের বিষয়টি জানানো হয়। মানিকগঞ্জ জেলা প্রশাসক এস.এম ফেরদৌস তাদের সাময়িক বরখাস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গভীর নলকূপ বসানোর নামে অর্থ আদায়, দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় ঘর প্রদানের নামে অর্থ আদায়, সরকারের বিভিন্ন প্রকল্পে অনিয়ম, প্রকল্পের কাজ সম্পন্ন না করা, অগ্রিম অর্থ উত্তোলন ও ভুয়া বিল ভাউচার দাখিল করে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের সাময়িকভাবে বহিস্কার করা হলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply