ফুটপাত ও সড়ক থেকে নির্মাণ সামগ্রী জব্দ, নিলামে তুলেছে ডিএনসিসি

|

ফুটপাত ও সড়ক থেকে নির্মাণ সামগ্রী জব্দ করে নিলামে তুলেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সকালে নগর ভবনে মেয়র আতিকুল ইসলামের উপস্থিতিতে এই নিলাম অনুষ্ঠিত হয়।

এসময়, গুলশানের একটি সড়কে রাখা রড জব্দ করে তাৎক্ষণিক নিলামে ৪৯ হাজার টাকায় বিক্রি করা হয়। পরে অন্য একটি বাড়ির সামনের সড়কে রাখা ইট জব্দ করে সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি করা হয়।

এঘটনায় দায়িত্বরত একজনকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেয়া হয়।

মেয়র আতিকুল ইসলাম জানান, প্রতি সপ্তাহে এই অভিযান চলবে। বলেন, জনগণের রাস্তা দখল করে ফুটপাত ও রাস্তায় নির্মাণ সামগ্রী রাখা যাবে না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply