পাকিস্তানে পিটিভি’র নারী সাংবাদিককে গুলি করে হত্যা

|

পাকিস্তানের বেলুচিস্তানে রাষ্ট্রীয় টেলিভিশন- পিটিভি’র এক নারী সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, শাহীনা শাহীন নামের সংবাদকর্মীকে রোববার নিজ বাড়িতে হত্যা করা হয়।

স্থানীয় হাসপাতালের তথ্য অনুসারে, আশঙ্কাজনক অবস্থায় দু’জন ব্যক্তি তাকে নিয়ে আসেন। কিন্তু, অপেক্ষা না করেই তারা চলে যান। সন্দেহজনক গতিবিধির কারণেই পুলিশকে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে, সন্দেহভাজনদের একজন নিহতের স্বামী।

পুলিশ জানিয়েছে, সংবাদকর্মীকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। হত্যাকারীর সন্ধানে চলছে তল্লাশি অভিযান। শাহীনা শাহীন পিটিভি’তে টকশো’র উপস্থাপক।

রিপোর্টার্স উইদাউট বডার্সের ২০২০ সালের বৈশ্বিক সূচকে ১৮০ দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১৪৫। দু’দশকে দেশটিতে কমপক্ষে ৬১ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply