করোনা মহামারিতে সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করছে ভারতের হিজড়া সম্প্রদায়

|

Coronavirus on scientific background

কোন ধরণের সুরক্ষা সামগ্রী ছাড়াই করোনা মহামারিতে সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করছে ভারতের হিজড়া সম্প্রদায়। নাম মাত্র কয়েক দিনের ট্রেনিং নিয়ে চেন্নাইয়ের বস্তিতে রোগীদের প্রাথমিক সেবা দিয়ে যাচ্ছেন তারা। বিশেষ করে বস্তিবাসীদের সেবায় নিয়োজিত আছেন স্বেচ্ছাসেবীরা। প্রাথমিক চিকিৎসার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শও দিয়ে যাচ্ছেন তারা।

তবে, মাঠ পর্যায়ে করোনা রোগীদের সেবা দিতে গিয়েও তারা শিকার হয়েছেন নানা প্রতিবন্ধকতার। তবুও অবিচল সেবা কার্যক্রম।

স্বেচ্ছাসেবী এমএস স্লিক স্মিথা বলেন, ভারতমাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে শুরুতে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে। জনগনকে অভ্যস্ত করতে বেশ সময় লেগেছে। প্রথমে তারা আমাদের বিশ্বাস করতো না, সমস্যার কথা বলতে চাইতো না। এমনকি আমাদের ওপর হামলার মতো ঘটনাও ঘটেছে। তবে এখন অনেকেই আগ্রহ দেখাচ্ছেন।

আরেক স্বেচ্ছাসেবী হাসিনি বলেন, আমরা কাজ পারবো কি না সেটা নিয়ে অনেকের মনেই ভয় ছিলো। এখন সবার সহযোগীতায় রোগীদের খোঁজ খবর নিতে পারছি এবং সেই অনুযায়ী স্বাস্থ্য কেন্দ্রে সব তথ্য দিয়ে সহায়তা করতে পারছি।

অবহেলিত বস্তিবাসীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে কাজ করছেন তারা। যাদের উপসর্গ রয়েছে তাদের শরীরের তাপমাত্রা মাপা, অক্সিজেনের মাত্রা পরীক্ষার করার পাশাপাশি রোগীদের তথ্য সংগ্রহের কাজও করছেন হিজড়ারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply