বিক্ষোভে উত্তাল হংকং, ৩শ বিক্ষোভকারী আটক

|

বিক্ষোভে উত্তাল হংকং। সোমবার সকাল পর্যন্ত ৩০০’র মতো বিক্ষোভকারীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। করোনা মহামারির অজুহাতে সাংবিধানিক পরিষদের নির্বাচন একবছর পেছানোয় ছড়িয়ে পড়ে আন্দোলন।

পূর্ব-নির্ধারিত সময় অনুসারে রোববার পরিষদের ভোটাভুটি হওয়ার কথা। কিন্তু, ৩১ জুলাই হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম এক বছরের জন্য নির্বাচন পেছানোর ঘোষণা দেন। তারই ধারাবাহিকতায়, অনলাইনে ডাকা হয় প্রতিবাদ কর্মসূচি। চীনশাসিত অঞ্চলটির নিরাপত্তা আইন নিয়েও সেখানে ক্ষোভ প্রকাশ করেন স্বাধীনতাকামীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলোপাতাড়ি লাঠিচার্জ করে নিরাপত্তা সদস্যরা; সমাবেশ ছত্রভঙ্গে ছুঁড়ে মারে পিপার বল। বিক্ষোভ হঠাতে না পেরে শুরু হয় ধরপাকড়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply