সংসদের ৯ম অধিবেশন শুরু, শোক প্রস্তাব উত্থাপন

|

চলতি একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সকাল ১১টায় সংসদের বৈঠক শুরু হয়। ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সাহার খাতুন, নওগা-৬ আসনের এর ইস্রাফিল আলম, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী এবং বিশিষ্ট শিল্পপতি নুরুল ইসলামের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

সংসদ সচিবালয়ের সংশ্লিষ্টরা জানিয়েছেন, অধিবেশনের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতসহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বাজেট অধিবেশনসহ করোনা সংক্রমণকালের পূর্ববর্তী দুটি অধিবেশনের মতো এবারও স্বাস্থ্যবিধি মেনে বৈঠক চলছে।

রোস্টারভিত্তিক প্রতিদিন ৮০ জনের মতো সংসদ সদস্য সংসদের বৈঠকে অংশ নেবেন। অধিবেশন চলাকালে যেসব কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করবেন তাদের সকলেরই কভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ ফলাফল থাকতে হবে। সেই সাথে অংশগ্রহণকারী সংসদ সদস্যদেরও কভিড টেস্ট করতে হচ্ছে।

সাংবিধানিক বাধ্যবাধকতার এ অধিবেশন সংক্ষিপ্ত হবে। তবে, জরুরি আইন প্রণয়নের স্বার্থে কার্যদিবসের সংখ্যা কম বেশি হতে পারে। করোনাকালের গত দুটি অধিবেশনের মত এবারও সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হচ্ছে না। ফলে সংসদ নেতা শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে স্পিকার কার্দিবসের সংখ্যা নির্ধারণ করবেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ গত ১৯ আগস্ট নবম অধিবেশন আহ্বান করেন। সংসদের বিগত ৮ম অধিবেশন গত ৯ জুলাই শেষ হয়। সংবিধান অনুযায়ী, সংসদের দুটি অধিবেশনের মধ্যবর্তী বিরতি একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন বসার বাধ্যবাধকতা আছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply