ইউএনও ওয়াহিদার ওপর হামলার ঘটনা পরিকল্পিত: অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন

|

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম।

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনা চুরি করতে যেয়ে হামলার ঘটনা নয় বরং এটি পরিকল্পিত হামলা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্থানীয় সরকার সচিব হেলালউদ্দিন আহমেদ।

শনিবার ওয়াহিদার ওপর হামলার ঘটনায় বিচার দাবিতে করা এক ব্রিফিং-এ এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, এর সাথে আরও অনেকে জড়িত থাকতে পারে। তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসতে হবে। ইউএনও কিছু উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। বালু মহালের ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে। এতে কোন কোন মহল ক্ষুব্ধ হতে পারে। তবে সুনির্দিষ্ট ভাবে কারা হামলা করেছে তদন্ত চলাকালে বলা যাচ্ছে না।

স্থানীয় সরকার সচিব বলেন, মাঠ পর্যায়ে কর্মকর্তারা নানা বাধার মুখে পরছে। পরিকল্পিতভাবে হামলা, মামলা মোকদ্দমার শিকার হচ্ছে।

এসময়, ইউএনওদের নিরাপত্তার জন্য অঙ্গীভূত সাধারণ আনসারের বদলে ব্যাটালিয়ান আনসার নিয়োগের দাবিও তোলা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply