বিরোধী নেতার উপর বিষপ্রয়োগ, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি

|

বিরোধী মত দমনে বরাবরই সিদ্ধহস্ত পুতিন প্রশাসন। যার সাম্প্রতিক উদাহরণ ভাবা হচ্ছে- কট্টর সমালোচক অ্যালেক্সাই নাভালনি’কে বিষপ্রয়োগে হত্যাচেষ্টা। জার্মানির অভিযোগ, শক্তিশালী নার্ভ এজেন্ট ‘নোভিচক’ দেয়া হয়েছে এ রাজনীতিকের শরীরে। এই অভিযোগে দেশটির ওপর বিধিনিষেধ-নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত দিলো পশ্চিমা বিশ্ব।

ক্রেমলিনের দাবি- প্রমাণ হওয়ার আগেই শিশুসুলভ আচরণ করছে আন্তর্জাতিক মহল। ‘নোভিচক’ ব্যবহারের ঘটনাও পুরোপুরি ভিত্তিহীন।

জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেন, নাভালনিকে বিষপ্রয়োগ ইস্যুতে ক্রেমলিনের বক্তব্য বেশ ভালোভাবে লক্ষ্য করছি। তাদের স্পষ্ট ব্যাখার ওপরই নির্ভর করবে আমাদের ভবিষ্যৎ কর্ম-পরিকল্পনা। আপাতত: দু’দেশের গ্যাস পাইপলাইন প্রকল্প ‘নর্ড স্ট্রিম- টু’র কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি জার্মান সংস্থা।

ইউরোপিয়ান কমিশনের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র পিটার স্ট্যানো বলেন, রুশ বিরোধী নেতাকে বিষপ্রয়োগের ঘটনায় ক্ষুব্ধ জোট এবং ইইউ নেতারা। যেহেতু, রাশিয়ার ভেতরেই নিজ নাগরিকের ওপর বিষাক্ত নার্ভ এজেন্টের ব্যবহার হয়েছে। তাই, দেশটির তরফ থেকেই স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত চায় সবাই।

পশ্চিমা বিশ্বের এ অভিযোগকে নিতান্তই শিশুসুলভ আচরণ হিসাবে আখ্যা দিয়েছে ক্রেমলিন।

রাশিয়ার প্রেসিডেন্সিয়াল মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এখনো নাভালনিকে বিষপ্রয়োগের সুষ্ঠু-আনুষ্ঠানিক কোন প্রমাণ পাইনি আমরা। বিরোধী নেতার শারীরিক পরিস্থিতিতে সবাই উদ্বিগ্ন। এ মুহুর্তে, জার্মান সরকারের ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে গ্যাস পাইপলাইন বন্ধ করাটা নিতান্তই শিশুসুলভ আচরণ।

এরইমধ্যে, কোন ব্যক্তির ওপর বিষাক্ত নার্ভ এজেন্টের প্রয়োগকে রাসায়নিক অস্ত্র ব্যবহারের সাথে তুলনা করে- বিবৃতি দিয়েছে রাসায়নিক অস্ত্র নিরোধ সংস্থা- ওপিসিডব্লিউ।চলতি বছরই ‘নোভিচক’ নিষিদ্ধ করে শান্তিতে নোবেলজয়ী আন্তর্জাতিক সংস্থাটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply