করোনায় বিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধারে ১০০ বিলিয়ন ইউরোর তহবিল গঠন ফ্রান্সের

|

করোনা মহামারিতে বিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধারে ১০০ বিলিয়ন ইউরোর তহবিল গঠন ও পরিকল্পনা প্রকাশ করলো ফ্রান্স। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় অর্থমন্দা দেখছে ইউরোপের দেশটি।

বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী জানান- বরাদ্দের বেশিরভাগ অর্থ কর্মসংস্থান তৈরী এবং বাণিজ্যিক কাঠামো পুনর্গঠনে ব্যবহৃত হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ২০১৯ সালের প্রবৃদ্ধিতে ফিরতেই সময় লাগবে আরও দু’বছর। ২০২২ সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের আগেই অর্থনৈতিক কাঠামো ঢেলে সাজানোর পরিকল্পনা। এছাড়া, পর্যটক আকৃষ্টের জন্য ঐতিহ্যবাহী ভবনগুলোর সংস্কার এবং পরিবেশ বান্ধব যোগাযোগ ব্যবস্থা তৈরী করতে চায় ম্যাকরন সরকার।

দেশটিতে করোনাভাইরাসের প্রকোপে ৩১ হাজারের মতো মানুষ প্রাণ হারিয়েছে; সংক্রমিত ৩ লাখের ওপর।

ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ কাসেক্স বলেন, ২০২১ সালের প্রবৃদ্ধির হার কেমন হবে- তা এখনো নির্ধারণ করা হয়নি। তবে, আগামী বছরের মধ্যে এক লাখ ৬০ হাজার কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য। করোনা মহামারির কারণে ফ্রান্স ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার। যা, পুনরুদ্ধারে ১০০ বিলিয়ন ইউরোর তহবিল বরাদ্দ করা হলো। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ সহায়তা, কৃষির উন্নয়ন এবং বেকারত্ব দূরীকরণেই ব্যবহৃত হবে অর্থ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply