বনানীতে বাস চাপায় পা হারালেন পরমাণু শক্তি কমিশনের অফিসার

|

রাজধানীর বনানীতে বাস চাপায় পা হারালেন পরমাণু শক্তি কমিশনের টেকনিক্যাল অফিসার আফরোজা পারভীন। তার এক হাতের অবস্থাও গুরুতর।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর সৈনিক ক্লাব মোড়ে পিপিএল-এর একটি বাস থেকে নামার পর সেই বাসই তাকে চাপা দেয়। নরসিংদী থেকে নিজ বাসায় ফিরছিলেন তিনি।

আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও বিকেলেই রাজধানীর পঙ্গু হাসপাতালে নেয়া হয়। এরপর সন্ধায় আফরোজা পারভীনকে অপারেশন থিয়েটারে ঢোকানো হয়। এখনও অস্ত্রোপচার চলছে। এরইমধ্যে ৬ ব্যাগ রক্ত লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সিসিটিভির ফুটেজে দেখা যায়, সিগন্যাল অমান্য করে বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়। বনানী থানা পুলিশ বাসটিকে আটক করলেও চালক পলাতক রয়েছে।

আফরোজা পারভীনের সন্তান আল আমিন জানান, তার মার অবস্থা ভালো না। ডান পা কেটে ফেলে হয়েছে। ডান হাতের অবস্থাও খারাপ। আশঙ্কজনক অবস্থায় রয়েছেন তিনি।

উল্লেখ্য, আফরোজা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের টেকনিকাল অফিসার হিসেবে কর্মরত আছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply