গ্রাহক সেবার মান বাড়াতে চায় রূপালী ব্যাংক

|

গ্রাহক সেবার মান বাড়াতে চায় রূপালী ব্যাংক। খেলাপি ঋণ আদায়ে নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। এজন্যে বাড়াতে হবে ব্যাংকারদের দক্ষতা।

বৃহস্পতিবার ব্যাংকটির বার্ষিক সাধারণ সভায় এই আহ্বান জানান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুর হোসেন, এমপি।

ব্যাংকটির চেয়ারম্যান বলেন, ডিজিটাল সেবার ক্ষেত্র আরও বিস্তৃত করতে হবে। নতুন নতুন উদ্যোগে ব্যাংককে অংশীদার করতে হবে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। গ্রাহকদের প্রস্তাব পেশাদারিত্বের সাথে পর্যালোচনা করা হচ্ছে। এজিএমে সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল্যাহ হারুন পাশা।

৩৪তম সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক অরিজিৎ চৌধুরী, মো. রিজওয়ানুল হুদা, মো. খলিলুর রহমান, মো. দেলোয়ার হোসেন, স্বতন্ত্র পরিচালক মো. আবদুল বাছেত খান। এছাড়াও ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান, কোম্পানি সচিব মোহাম্মদ নাজমুল হুদাসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার হোল্ডার ভার্চুয়াল এজিএম-এ অংশ নেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply