কুড়িগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

|

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে পাখিউড়া সীমান্তে আন্তর্জাতিক পিলার ১০৩৯ এর সাব পিলার ৪/৫ এর মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। নিহত ছবিল উদ্দিন (৩৬) নারায়ণপুর ইউনিয়নের আইড়মারীচর গ্রামের বাসিন্দা মুসা আলীর ছেলে।

নারায়ণপুর ইউপি চেয়ারম্যান মজিবর রহমান ও স্থানীয়রা জানান, ছবিল উদ্দিনসহ কয়েকজন বৃহস্পতিবার রাতে পাখিউড়া সীমান্ত এলাকায় গেলে বিএসএফ-৪১ ব্যাটালিয়ন এর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে পেটে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ছবিল উদ্দিন। পরে তার সহযোগীরা সেখান থেকে দেশের অভ্যন্তরে তার বাড়িতে নিয়ে আসার পথেই মৃত্যু হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুড়িগ্রাম-২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ জামাল হোসেন জানান, নারায়ণপুর পাখিউড়া সীমান্তে গুলির শব্দ পাওয়া গেছে বলে জানতে পেরেছি। তবে আমাদের টহলরত বিজিবি সীমান্তে কোনো লাশ পায়নি। বিএসএফের গুলিতে কেউ নিহত হয়েছে কি না তা নিশ্চিত করা যায়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply