পাবজিসহ চীনের আরও ১১৮টি অ্যাপ নিষিদ্ধ করলো ভারত

|

ছবি: সংগৃহীত

লাদাখ সীমান্তে নতুন উত্তেজনার মধ্যে চীনের আরও ১১৮টি অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। এ তালিকায় রয়েছে জনপ্রিয় অনলাইন-মোবাইল গেম- পাবজি।

ভারতে পাবজি গেমের সক্রিয় খেলোয়াড় প্রায় ৫ কোটি। বুধবার ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়, সার্বভৌমত্ব, মর্যাদা, প্রতিরক্ষা এবং সুরক্ষার স্বার্থে এ পদক্ষেপ নেয়া হয়েছে। এর আগে জুনে টিকটকসহ ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করে ভারত।

মে মাস থেকেই লাদাখে ভারত ও চীনের মধ্যে সীমান্ত সংঘাত চলছে। ১৫ জুন, তল্লাশি চৌকিতে দু’দেশের সেনা সংঘর্ষে প্রাণ হারায় ভারতের ২০ সেনা। সীমান্তে শান্তি ফেরাতে সামরিক ও কূটনৈতিক স্তরে একাধিক বৈঠক হয়েছে। তবে, চূড়ান্ত সমাধানে পৌঁছায়নি কোন দেশই। এরমধ্যেই, ২৯ আগস্ট সীমান্তে একটি চীনা আগ্রাসন প্রতিহতের দাবি করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। যাতে, প্রাণ হারান তিব্বতী বংশোদ্ভুত এক ভারতীয় সেনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply