করোনায় আক্রান্ত নেইমার

|

নতুন মৌসুম শুরুর আগেই পিএসজি শিবিরের জন্য দুঃসংবাদ। আনহেল ডি মারিয়া ও লিওনার্দো পারেদেসের পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নেইমার জুনিয়র।

ধারণা করা হচ্ছে, এ সপ্তাহে ইবিজায় একসঙ্গে ছুটি কাটাতে গিয়েই কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন নেইমার-ডি মারিয়ারা। স্প্যানিশ দ্বীপে তাদের সঙ্গেই ছিলেন পারেদেস। তিনজনই এখন আইসোলেশনে আছেন।

ডি মারিয়ার জাতীয় দলের সতীর্থ মাউরো ইকার্দির শরীরেও ভাইরাসটির সংক্রমণ হয়েছে বলে গুঞ্জন রয়েছে। তিনিও ইবিজায় ছুটি কাটাতে গিয়েছিলেন। তবে তার ব্যাপারে এখনও কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি।

চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলায় পিএসজির এবারের মৌসুম শুরু হচ্ছে দেরিতে। দুই দফা তাদের প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়েছে। নতুন সূচিতে ১০ সেপ্টেম্বর ফরাসি লিগের প্রথম ম্যাচে লঁসের বিপক্ষে মাঠে নামবে তারা। কিন্তু এর আগেই করোনা থাবা বসিয়েছে ফরাসি ক্লাবটিতে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply