গণপরিবহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

|

গণপরিবহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

গণপরিবহনে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি। তবে দুই সিটে যাত্রী পরিবহন এবং পূর্বের ভাড়াতেই চলছে গণপরিবহন।

সকাল থেকে রাজধানীতে গণপরিবহনগুলো সিট অনুযায়ী যাত্রী পরিবহন করছে। তবে বাসে মাস্ক পরতে অনিহা আছে নগরবাসীর। এছাড়া গাড়িতে স্যানিটাইজারও রাখা হচ্ছে না।

তবে অনেক যাত্রী বলছেন করোনার সময়ে ভাড়া ডাবল রেখে দুই সিটে একজন হলেই ভালো।

গত ২৯ আগস্ট সামগ্রিক পরিস্থিতি এবং জনস্বার্থ বিবেচনা করে, ১ সেপ্টেম্বর থেকে গণপরিবহনে আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। গণপরিবহনের যাত্রী, চালক সবাইকে মাস্ক পরার বাধ্যবাধকতা দেয়ার পাশাপাশি হাত ধোয়ার জন্য পর্যাপ্ত সাবান পানি অথবা হ্যান্ড স্যানিটাইজার রাখার নির্দেশনা দেয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply