ভিয়েতনাম ফেরত ৮১ অভিবাসী শ্রমিক কারাগারে

|

ভিয়েতনাম থেকে ফেরা ১০৭ বাংলাদেশির কোয়ারেন্টাইন শেষে ৮১ অভিবাসী শ্রমিককে কারাগারে পাঠিয়েছে আদালত। সকালে তাদের গ্রেফতার দেখিয়ে নিম্ন আদালতে নেয় পুলিশ হয়েছে। পরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেবদাশ চন্দ্র অধিকারী এ আদেশ দেন।

এছাড়া বাকী ২৬ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। সকালে দিয়াবাড়ি কোয়ারেন্টাইন ক্যাম্প থেকে তাদের ছেড়ে দেয়া হয়।

গ্রেফতার দেখানো এই ৮১ জনের বিরুদ্ধে হ্যানয়ে বাংলাদেশ দূতাবাস ঘেরাওয়ের অভিযোগ আনা হয়েছে। এদিকে, ছেড়ে দেয়া ২৬ জন প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। একইসাথে এজেন্সি ও দালালরা সেখানে তাদের পাসপোর্ট জব্দ করেছে বলে দাবি করেন।

যে চাকরি দেয়ার নামে নিয়ে যাওয়া হয়েছিল তাও যথাযথ দেয়নি উল্লেখ করে জীবিকার জন্য ভিক্ষাবৃত্তিও করেছেন বলে জানিয়েছেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply