লাদাখ সীমান্তে আবারও ভারতের বিরুদ্ধে চীনের সামরিক আগ্রাসনের অভিযোগ

|

লাদাখ সীমান্তে আবারও চীনের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের অভিযোগ এনেছে ভারত।

এক বিবৃতিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গেলো দু’দিন ধরে সীমান্তে নতুনভাবে উসকানিমূলক কর্মকাণ্ড শুরু করেছে চীন। এ ঘটনায় পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এরফলে আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে লাদাখ।

বিবৃতিতে আরও বলা হয়, প্যাংগং হ্রদকে কেন্দ্র করে আবারও সামরিক সক্ষমতা বাড়িয়েছে চীন। যা, ঐ অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতার পরিপন্থি। ভারতের স্বার্বভৌমত্তের জন্য হুমকি বলেও জানানো হয়।

লাদাখ সীমান্তে সেনা মোতায়েনকে কেন্দ্র করে গেলো কয়েক মাস ধরেই উত্তেজনা চলছে চীন ও ভারতের মধ্যে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply