১লা সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় চলবে গণপরিবহন

|

শর্ত সাপেক্ষে গণপরিবহনের অতিরিক্ত ভাড়া প্রত্যাহার করা হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে বাস আগের ভাড়ায় চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসি’র কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন।

গণপরিবহনের যাত্রী, চালকসহ সংশ্লিষ্ট অবশ্যই মাস্ক পরতে হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বাসে আসন সংখ্যার অতিরিক্ত কোন যাত্রী পরিবহন করা যাবে না। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালাতে হবে এবং ট্রিপের শুরু ও শেষে যানবাহন জীবাণুমুক্ত করতে হবে।

এরআগে ৩১ মে থেকে আন্তঃজেলাসহ সব বাসের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply