ফেসবুক থেকে ‘হ্যান্ডসাম’ ছেলের ছবি নিয়ে পাত্রী চাই বিজ্ঞাপন দিয়ে প্রতারণা!

|

ফেসবুক থেকে ‘হ্যান্ডসাম’ ছেলের ছবি নিয়ে পাত্রী চাই বলে বিজ্ঞাপন দেয়া হত। সেই বিজ্ঞাপনের ফাঁদে ফেলে প্রতারণা করা হত পাত্রীর পরিবারের সাথে। এ ঘটনা ঘটে ভারতের বিধাননগরের কেষ্টপুরে। অভিযোগের ভিত্তিতে এক নারীকে গ্রেফতারের পরেই এঘটনা জানা যায়। খবর কলকাতা ২৪।

গ্রেফতারকৃত কাকলি বিশ্বাস পুলিশকে জানায়, মেয়ের জন্য পাত্র খুঁজতে পত্রিকার বিজ্ঞাপন দেখে সংশ্লিষ্ট নম্বরে কেউ যোগাযোগ করলে ফেসবুক থেকে ‘হ্যান্ডসাম’ছেলেদের ছবি ডাউনলোড করে সেই ছবি পাত্রীপক্ষের কাছে পাঠানো হত। পাত্রী পক্ষের পছন্দ হলে সরাসরি কথা বলতে দেয়া হত না। কথা বলতে হলে রেজিস্ট্রেশন করতে বলা হয়। যারা টাকা দিয়ে রেজিস্ট্রেশন করত তাদের সঙ্গে কথা বলানো হত সাজানো পাত্রের মায়ের সাথে। এজন্য কমিশন দেয়া হত সাজানো পাত্রের মাকে। এখানেই শেষ নয় সাজানো মায়ের সাথে সরাসরি কথা বলা যেতো না কথা বলিয়ে দেয়া হত কনফারেন্সের মাধ্যমে। এরপর পাত্রী পক্ষের বিশ্বাস অর্জন করে কয়েক দফা টাকা নেয়া হলে আর যোগাযোগ রাখত না। এভাবে প্রতারকরা সারা ভারত জুড়ে বহু মানুষের সাথে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply