হারিকেন ‘লরা’য় লন্ডভন্ড যুক্তরাষ্ট্র

|

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যে প্রলয়ংকারী ‘হারিকেন লরা’র তাণ্ডবে কমপক্ষে চারজন প্রাণ হারিয়েছেন। বিদ্যুৎহীন হয়েছে অর্ধলক্ষ ঘরবাড়ি ও স্থাপনা।

রাজ্য গর্ভনর জানান, ঘণ্টায় ২৪০ কিলোমিটার বেগে ভূ-খণ্ডে আঘাত হানে ঝড়টি। যার প্রভাবে প্রবল বাতাসের সাথে ভারি বৃষ্টিপাত হয়। ব্জ্রপাতে রাজ্যটির একটি ক্লোরিন মজুদ কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় পরিস্থিতি।

বিবৃতিতে আরও জানানো হয়, গাছ উপড়ে পড়ার কারণে মৃত্যু হয়েছে চার বাসিন্দার। এদেরমধ্যে রয়েছে ১৪ বছরের এক কিশোরী। ক্যাটাগরি ফোর ঝড়টি বর্তমানে দুর্বল হয়ে মৌসুমী ঝড়ে রূপান্তরিত হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস, আরাকানসাস রাজ্য অতিক্রম করবে হারিকেন লরা। চলতি সপ্তাহেই, ক্যারিবীয় অঞ্চলে হারিকেন মার্কো ও লরার তাণ্ডবে প্রাণ গেছে কমপক্ষে ২৪ জনের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply