যেখানে নেত্রী ছাত্রলীগের প্রশংসা করেন সেখানে সমালোচনা করার ধৃষ্টতা করেন কীভাবে : জয়

|

ছাত্রলীগে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়।

আজ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।

এসময় তিনি বলেন, অনুপ্রবেশকারীরা ছাত্রলীগকে ব্যর্থ প্রমাণ করতে মিডিয়ার সামনে ও নানা জায়গায় সমালোচনা করে বেড়ায়। তারা বলে- টাকার বিনিময়ে ছাত্রলীগের নেতা হওয়া যায়। জয় এসব সমালোচদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ছাত্রলীগ করে ছাত্রলীগের বিরুদ্ধে এসব অপপ্রচার করলে ছাত্রলীগ বসে থাকবে না।

জয় বলেন, জাতির পিতার হাতে গড়া ছাত্রলীগ কখনো কোন অন্যায়কে প্রশ্রয় দেয়নি। অনেকে নিজ সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য অনেকে মিথ্যা কথা বলে। যারা ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট করতে চায় তাদের আমরা চিনি তারা যদি এখনই সতর্ক না হয় এদের কাউকে ছাড় দেয়া হবে না।

জয় আরও বলেন, জাতির পিতাকে হত্যার পর ছাত্রলীগ সারাদেশে বিক্ষোভ করেছিল। সারাদেশে সেই সময় জিয়া গংরা ছাত্রলীগ ও আওয়ামী লীগের ১৫ হাজার সদস্যকে গুম করেছিল।

তিনি আরও বলেন, জাতির পিতাকে নিয়ে তরুণ সমাজের এখন কথা বলা উচিত। কুলাঙ্গার তারেক জিয়া এখন জাতির পিতাকে নিয়ে কথা বলে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply