অস্ত্র মামলায় সাহেদের বিচার ‍শুরু

|

অস্ত্র মামলায় সাহেদের বিচার ‍শুরু

করোনা টেস্ট জালিয়াতির ঘটনায় গ্রেফতার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের অস্ত্র মামলায় বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।

সকাল ১০টার দিকে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা অস্ত্র মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য তাকে নেয়া হয় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে। শুনানি শেষে হাকিম কে এম ইমরুল কায়েশের আদালত অভিযোগ গঠন শেষে, ১০ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। আদালতের শুনানির সময় সাহেদ নিজেকে নির্দোষ দাবি করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, তার দেখানো যায়গা থেকে অস্ত্র উদ্ধার করা হয়। এখন নির্দোষ দাবি করলেও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত হবেন বলে আশা রাষ্ট্রপক্ষের আইনজীবীর।

এছাড়া রাজধানীর পল্লবী থানার প্রতারণা মামলায় ৬ দিনের রিমান্ডে আছেন সাহেদ। গতকাল রিমান্ডের আবেদন মঞ্জুর করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply