আইপিএল শুরুর আগেই ধোনি-কোহলিদের ডোপ টেস্ট

|

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর আগেই ক্রিকেটারদের ডোপ টেস্ট দিতে হবে। এমনটি জানিয়েছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা)।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের ১৩তম আসর শুরু হবে। টি-টোয়েন্টির এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরুর আগেই আটটি দল পৌঁছে গেছে আমিরাতে।

আইপিএল শুরুর আগেই নাডা ও আরব আমিরাতের ন্যাশনাল অ্যান্টি ডোপিং কমিটি যৌথভাবে ক্রিকেটারদের ডোপ টেস্ট নেবে। নাডা ইতোমধ্যেই তাদের পরিকল্পনা তৈরি করেছে।

আইপিএলের আটটি দলের ক্রিকেটারদের ডোপ টেস্ট করার জন্য দুবাই, আবুধাবি ও শারজাসহ পাঁচটি স্থানে ডোপ কন্ট্রোল স্টেশন তৈরি করতে যাচ্ছে নাডা।

নাডার পক্ষ থেকে জানানো হয়েছে, আইপিএল চলাকালীন ৫০ জন ক্রিকেটারের রক্ত এবং মূত্রের নমুনা সংগ্রহ করা হবে। নাডা জানিয়েছে, নো কন্যাক্ট পদ্ধতিতে ডোপ টেস্ট করা হবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply