বিদেশি পর্যটকদের জন্য এ বছর আর খুলছে না বালি দ্বীপ

|

করোনাভাইরাসের কারণে এবছর বিদেশি পর্যটকের জন্য খুলে দেয়া হবে না পর্যটন কেন্দ্র বালি। এমনটাই জানালেন ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ। আগামী মাস থেকে সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র বালি খুলে দেয়ার কথা থাকলেও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ায় এই সিদ্ধান্ত বাতিল করা হয়। খবর বিবিসি।

এই সিদ্ধান্তের কারণে বালি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। কেননা এখানকার অধিবাসীরা পর্যটন ব্যবসার উপরই নির্ভর করে।

বালি দ্বীপের গভর্নর ওয়েন কস্টার বলেন, বর্তমান এ অবস্থায় বিদেশি পর্যটকদের আগমনে অনুকূল পরিবেশ নেই।

যদিও তার বক্তব্যে কবে বালি দ্বীপ বিদেশি পর্যটকদের জন্য খুলে দেয়া হবে তা জানানো হয়নি। তবে এ বছরের শেষ পর্যন্ত খুলে দেয়া হবে না বলে তিনি জানান।

গতকাল সোমবার বালিতে ৫২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ও ৪৫৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এখন পর্যন্ত ইন্দোনেশিয়ায় ১ লাখ ৫৫ হাজার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এবং ৬ হাজার ৭৫৯ জন মারা গেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply