‘কোনো কোচই মেসিকে নিতে চাইবে না’

|

পিএসজি কোচ টমাস টুখেল বলেছেন, কোন কোচই মেসিকে পেতে চাইবে না! তবে আমার মনে হয়, মেসি বার্সেলোনাতেই ক্যারিয়ার শেষ করবে। সে ‘মিস্টার বার্সেলোনা’।

রোববার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল শেষে এমন মন্তব্য করেন টমাস। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-০ গোলে হেরে শিরোপার কাছে গিয়ে হোঁচট খায় পিএসজি।

পিএসজি কোচ আরও বলেন, আমরা ঠিক করেছিলাম, দলবদল নিয়ে এ সময়ে কোনো কথা বলবো না। সামনের কয়েক দিনে আমরা একসঙ্গে বসব। দলে ভারসাম্য ধরে রাখতে হলে আমাদের অনেক কিছু করতে হবে।

সর্বোচ্চ পরফরমেন্সের পরেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এলেও কিলিয়ান এমবাপ্পে-নেইমাররা পিএসজিকে এনে দিতে পারেননি কাঙ্ক্ষিত শিরোপা। সামনে কী তাহলে মেসিকে দলে আনতে চাইবে পিএসজি?

এমন প্রশ্নের জবাবে পিএসজি কোচ বলেছেন, মেসি এলে তাকে স্বাগত জানানো হবে! তবে স্রেফ এই অভিযানেই আমরা অনেক খেলোয়াড়কে হারিয়েছি এবং এখন চিয়াগো সিলভা ও এরিক মাক্সিম চুপো-মোটিংকে হারাচ্ছি। দলের পরিধি বাড়াতে এই ট্রান্সফার উইন্ডো কাজে লাগাতে হবে আমাদের। বিরতি কম থাকবে বলে সামনের পথচলায় অনেক ধকল সহ্য করতে হবে। শক্তিশালী একটি স্কোয়াড গঠন করতে হবে আমাদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply