অনলাইন বৈঠকের ফি পরিশোধ করতে হবে ভার্চুয়াল কার্ডে

|

অনলাইন বৈঠকের ফি পরিশোধের জন্য বিশেষ ভার্চুয়াল কার্ড ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, দেশের বৈদেশিক মুদ্রার ডিলার ব্যাংকগুলো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মনোনীত ব্যক্তির নামে এ কার্ড ইস্যু করতে পারবে।

বিশ্বব্যাপী জনপ্রিয় জুম ছাড়াও কানেক্টওয়াইজ, ওয়েবেক্স, মাইক্রোসফট টিমস, স্কাইপ, গুগল হ্যাংআউটসহ আরো বেশকিছু সফটওয়্যারের ব্যবহার বেড়েছে। ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক ব্যবহারের ক্ষেত্রে এসব সফটওয়্যারের প্রিমিয়াম সংস্করণ ব্যবহার করছেন অনেকেই। এই সেবা পেতে ফি পরিশোধ করতে হয়। তাই ভার্চুয়াল কার্ড সেবা গ্রহীতাদের তথ্য সংরক্ষণ করা হবে।

একই সঙ্গে মুদ্রা পাচার প্রতিরোধের অনুসরণ করবে ব্যাংক। এসব বিষয়ে বাংলাদেশ ব্যাংককে জানানোর জন্য রিপোর্ট করতেও নির্দেশনা দেয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply