যুক্তরাষ্ট্রে করোনার চিকিৎসায় প্লাজমা থেরাপির অনুমোদন

|

কোভিড নাইনটিন চিকিৎসায় রক্তের প্লাজমা ব্যবহারের অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র। রোববার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই জানান- এ পদ্ধতিতে কমানো যাবে ৩৫ শতাংশ পর্যন্ত মৃত্যুহার। ভ্যাকসিন উদ্ভাবন ও বাজারজাতে বিলম্ব থেকেই এলো এ সিদ্ধান্ত।

ভ্যাকসিনের ট্রায়ালে অযথাই কালক্ষেপণ করছে ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন: এই অভিযোগের একদিনের মাথায় কোভিড নাইনটিন চিকিৎসায় প্লাজমা ব্যবহারের অনুমোদন দিলেন মার্কিন প্রেসিডেন্ট। তার বক্তব্য, প্রতিষেধক হাতে না আসা পর্যন্ত এ পদ্ধতিতে কমানো সম্ভব ৩৫ শতাংশ মৃত্যুহার।

ডোনাল্ড ট্রাম্প বলেন, চীনের ভাইরাস থেকে হাজারো মার্কিনীর প্রাণ বাঁচাতে ঐতিহাসিক ঘোষণা দিতে পেরে আমি ভীষণ আনন্দিত। এফডিএ পরীক্ষিত ‘প্লাজমা থেরাপি’ কোভিড নাইনটিন চিকিৎসায় এনে দিয়েছে যুগান্তকারী সাফল্য। করোনাজয়ীদের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়, সেটা থেকেই বাঁচানো সম্ভব অন্যদের জীবন। প্রায় ৩৫ ভাগ মৃত্যুহার কমানো যাবে, এ পদ্ধতিতে। তাই, স্বেচ্ছায় প্লাজমা ডোনেট করার আহ্বান জানাচ্ছি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply