পঞ্চগড়ে বাঘ আতঙ্ক, রাত জেগে গ্রামবাসীদের পাহারা

|

পঞ্চগড় জেলা সদরের সীমান্ত ঘেঁষা কয়েকটি গ্রামের মানুষ এখন বাঘের আতঙ্কে দিন কাটাচ্ছেন। গত এক মাস ধরে ওই এলাকায় একাধিক বাঘ দেখেছেন স্থানীয়রা। ইতোমধ্যে বাঘের আক্রমণের শিকার হয়েছে গবাদিপশুও।

স্থানীয়রা বলছেন, গেলো একমাস ধরে সীমান্তবর্তী মুহুরিজোত, সাহেবীজোত, উষাপাড়া ও বদিয়াগছ এলাকায় বাঘের অস্তিত্ব টের পাচ্ছেন তারা। তারা বলছেন, মুহুরিজোত গ্রামের শেষ প্রান্তের প্রায় চার একরের পরিচর্যাহীন চা বাগানে লুকিয়ে থাকতে পারে বাঘটি।

স্থানীয় আবুল কালাম জানান, বুধবার চা বাগানের পাশ দিয়ে গরু নিয়ে যাওয়ার সময় তার একটি গরুর ওপর হামলে পড়ে চিতাবাঘ। মুহূর্তেই মারা যায় গরুটি। এরপর থেকেই ছড়িয়ে পড়েছে আতঙ্ক। বাঘ ধরতে ঢাকা থেকে পঞ্চগড়ে পৌঁছেছে বন বিভাগের প্রশিক্ষিত কর্মীরা। ফাঁদ দিয়ে বাঘ ধরার চেষ্টা চালাচ্ছেন তারা।

এদিকে, বাঘের আনাগোনায় পুরো আতঙ্ক বিরাজ করছে ওই এলাকায়। নিরুপায় হয়ে পালা করে রাত জেগে পাহারাও বসিয়েছেন গ্রামবাসী।

ইউএইস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply