আরও একটি জাদুঘরকে মসজিদে রূপ দিতে যাচ্ছে তুরস্ক

|

আরও একটি জাদুঘরকে মসজিদে রূপ দিতে যাচ্ছে তুরস্ক। ঐতিহাসিক হায়া সোফিয়াকে মসজিদে রূপান্তরের একমাসের মাথায়, আসে এ ঘোষণা।

শুক্রবার, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান জানান, ঐতিহাসিক কোরা মিউজিয়ামকে শিগগিরই মসজিদ হিসেবে প্রস্তুত করা হবে। প্রাচীন শহর কনস্টান্টিনোপলের প্রাচীরের কাছে, বাইজেন্টাইন আমলে নির্মিত হয় ‘কোরা চার্চ’।

১৪৫৩ সালে ওসমানীয় শাসকদের শাসনামলে, মসজিদ হিসেবে গির্জাটির ব্যবহৃত হতে থাকে। প্রায় ৭০ বছর আগে তুরস্কে ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর, হায়া সোফিয়ার মতো এই ভবনটিকেও জাদুঘর করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply