সিনহা হত্যার আলামত হিসেবে ব্যবহৃত অস্ত্র ও ম্যাগজিন সংগ্রহ

|

সিনহা

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আলামত হিসেবে গুলি ব্যবহৃত অস্ত্র ও দুটি খালি ম্যাগজিন সংগ্রহ করেছে র‍্যাবের তদন্ত দল।

আজ শনিবার বিকেলে কক্সবাজার পুলিশ সুপার কার্যালয় থেকে এগুলো সংগ্রহ করা হয়।

এদিকে, বেলা সাড়ে ১১টার দিকে র‍্যাবের তদন্ত দল কক্সবাজার কারাগার থেকে এপিবিএনের তিন সদস্যকে তাদের হেফাজতে নেয়। শুরুতে তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষ করে রিমান্ডে নেয় র‍্যাবের তদন্ত দল।

এই তিনজন হলেন, এসএসআই শাজাহান, কনস্টেবল আব্দুল্লাহ ও রাজিব। এই তিনজনের মাধ্যমে সিনহা হত্যার ঘটনায় আটক সবাইকে রিমান্ডে নিলো র‍্যাব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply