লিবিয়ায় যৌথ অস্ত্রবিরতির ঘোষণা

|

লিবিয়ায় যৌথ অস্ত্রবিরতির ঘোষণা

লিবিয়ায় দেশজুড়ে যৌথ অস্ত্রবিরতির ঘোষণা দিলো দেশটির জাতিসংঘ সমর্থিত সরকার এবং বিদ্রোহী খলিফা হাফতার বাহিনী। মার্চে আগাম জাতীয় ও প্রেসিডেন্ট নির্বাচনেরও প্রস্তাব দিয়েছে ত্রিপলি-ভিত্তিক জিএনএ (GNA) সরকার।

এছাড়াও এক বিবৃতিতে শুক্রবার আহ্বান জানানো হয়, সিরতে শহর নিরস্ত্রীকরণের। বর্তমানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরটি নিয়ন্ত্রণ করছে হাফতার বাহিনী।

পৃথক বিবৃতিতে অস্ত্রবিরতিতে সমর্থন জানিয়ে বাহিনীর মুখপাত্র জানান, নতুন প্রেসিডেনসিয়াল কাউন্সিলের একটি অস্থায়ী আসন হবে সিরতে। যার নিরাপত্তায় থাকবে বিশেষ ব্যবস্থা। দু’পক্ষের এ সহাবস্থানকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। আহ্বান জানিয়েছে, লিবিয়া থেকে বিদেশি সেনা, ঘাঁটি আর অস্ত্র সরিয়ে নেয়ার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply