সাড়ে ৭’শ কোটির মাঝে করোনা কেড়ে নিলো ৮ লাখ প্রাণ

|

ছবি- ইন্টারনেট

সারাবিশ্বে প্রায় সাড়ে ৭’শ কোটি মানুষের মাঝে করোনাভাইরাসে প্রাণ দিলেন ৮ লাখ মানুষ। গেলো আট মাসে ভয়াবহ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৯ লাখের বেশি মানুষ।

তবে এর মাঝেও আনন্দের সংবাদ হলো এর মধ্যে ১ কোটি ৫৫ লাখ মানুষ সুস্থ হয়েছেন। বাকি ৬৫ লাখ মানুষ এখনও চিকিৎসাধীন। তবে চলতি মাসে যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিলে বেড়েছে সংক্রমণ।

ওয়ার্ল্ডোমিটারের গড় হিসেব অনুযায়ী দেশগুলোয় প্রতিদিন ৫০ হাজার নতুন রোগী শনাক্ত হচ্ছে। এছাড়া মারা যাচ্ছে প্রায় ১ হাজার করে। দক্ষিণ আফ্রিকায়ও রোগীর সংখ্যা বাড়ছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ছাড়িয়ে গেছে।

বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৯ লাখ ৯ হাজার ১২৫ জন। মারা গেছেন ৭ লাখ ৯৮ হাজার ৬৮৫ জন। অবস্থা আশঙ্কাজনক ৬১ হাজার ৭৬২ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার ৭২৪ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৭ হাজার ৩৫১, মৃত্যু হয়েছে ৬ হাজার ১৮৬ জনের।

যুক্তরাষ্ট্র রয়েছে মৃতের তালিকায় শীর্ষে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৩৪১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ১ হাজার ৯০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৫৭ লাখ ৪৬ হাজার ৯৭৪ জন, মারা গেছেন ১ লাখ ৭৭ হাজার ৪৬৮ জন।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৬৪৭ জন, মৃত্যু হয়েছে ১ হাজার ২৩৪ জনের। এতে দেশটিতে মোট রোগীর সংখ্যা ৩৫ লাখ ৫ হাজার ১৯২ জন, মৃত্যু হয়েছে ১ লাখ ১২ হাজার ৪১৯ জনের। বিশ্বে তৃতীয় স্থানে থাকা ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৫২২ জন। একই সময়ে মারা গেছেন ৯৮১ জন। দেশটিতে মোট রোগীর সংখ্যা ২৯ লাখ ১০ হাজার ১২২ জন, মারা গেছেন ৫৫ হাজার ২ জন।

চতুর্থ স্থানে রাশিয়ায় মোট রোগীর সংখ্যা ৯ লাখ ৪৬ হাজার ৯৮৪ জন, মারা গেছেন ১৬ হাজার ১৮৯ জন। পঞ্চম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ৬ লাখ ১ হাজার ১০২ জন, মৃত্যু হয়েছে ১২ হাজার ৬১৮ জনের। ষষ্ঠ স্থানে পেরুতে আক্রান্ত ৫ লাখ ৬৭ হাজার ১৫৫ জন, মৃত্যু হয়েছে ২৭ হাজার ৩৪ জনের। মেক্সিকোয় মোট রোগী ৫ লাখ ৪৩ হাজার ৮৫০ জন, মৃত্যু হয়েছে ৫৯ হাজার ১৫৪ জনের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply