হঠাৎ করেই করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে ফ্রান্সে

|

হঠাৎ করেই করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে ফ্রান্সে

হঠাৎ করেই করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে ফ্রান্সে। গেলো ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৭১ সংক্রমণ শনাক্ত হয়েছে দেশটিতে।

মে মাসের পর এই প্রথম দেশটির দৈনিক সংক্রমণ ৪ হাজারের ওপরে। আগস্টের মাঝামাঝি থেকেই সেখানে ভাইরাস বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। একে মহামারির সেকেন্ড ওয়েভ বলেও মনে করছেন অনেকে।

ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নমুনা পরীক্ষার হার ব্যাপক হারে বাড়ানো হয়েছে দেশটিতে। গত এক সপ্তাহে ৬ লাখ ৬৪ হাজার নমুনা পরীক্ষা হয়েছে। লকডাউন পরবর্তী রেকর্ড সংক্রমণ হয়েছে স্পেন, জার্মানি ও ইতালিতেও। স্পেনে নতুন আক্রান্তদের বেশিরভাগই বয়সে তরুণ। সামাজিক দূরত্ব মানার প্রবণতা কম হওয়াকেই জার্মানির সংক্রমণ বৃদ্ধির কারণ বলে মনে করা হচ্ছে। তাছাড়া পর্যটকদের জন্যও খুলে দেয়া হয়েছে দেশটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply