হাতিয়ায় উদ্ধারকারী জাহাজ ডুবে নিখোঁজ ২

|

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের পূর্ব মেঘনা নদীতে ডুবে যাওয়া জাহাজ উদ্ধার করতে এসে একটি কাটবোর্ড (উদ্ধারকারী জাহাজ) ডুবির ঘটনা ঘটেছে। কাটবোর্ডটিতে থাকা ৬ জনের মধ্যে ৪ জনকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ আছেন ২ জন।

বৃহস্পতিবার দুপুরের দিকে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। উদ্ধার ও নিখোঁজ ব্যক্তিদের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, গত কয়েকদিন আগে হাতিয়া ও বঙ্গোপসাগর চ্যানেলে ডুবে যাওয়া মালবাহী জাহাজটি উদ্ধার করেতে চট্টগ্রাম থেকে আসে একটি কাটবোর্ড। দুপুরের দিকে ডুবে যাওয়া জাহাজটি টেনে নিয়ে যাওয়ার সময় ৬ জন কর্মকর্তা কর্মচারী নিয়ে ডুবে যায় কাটবোর্ডটি। খবর পেয়ে হাতিয়া কোস্টগার্ড ও নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছে জেলেদের সহযোগিতায় ৪ জনকে উদ্ধার করে। অপর দুইজন নিখোঁজ রয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডুবে যাওয়া কাটবোর্ডের ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ দুইজনকে উদ্ধারের চেষ্টা চলছে।

ইউএইস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply