বাজারে আসতে যাচ্ছে বোয়িংয়ের নতুন মডেলের বিমান

|

বাজারে আসতে যাচ্ছে বোয়িংয়ের নতুন মডেলের বিমান

বিতর্কের মধ্যেই নতুন নামে বাজারে আসতে যাচ্ছে বোয়িংয়ের ‘সেভেন থ্রি সেভেন- ম্যাক্স’ মডেলের বিমান। নতুন নাম ‘সেভেন থ্রি সেভেন- এইট’ দিলো মার্কিন নির্মাতা প্রতিষ্ঠানটি।

বাজারজাত হওয়ার পর, প্রথম ক্রেতা পোল্যান্ডের বিমান পরিবহন সংস্থা। এই মডেলের ৪টি বিমান কেনার ঘোষণা দিয়েছে দেশটি।

এরআগে, একবছরের মধ্যে ইন্দোনেশিয়া ও ইথিওপিয়ায় বোয়িং-৭৩৭ ম্যাক্স মডেলের দুটি বিমান বিদ্ধস্ত হওয়ায় বিপাকে পড়ে নির্মাতা প্রতিষ্ঠানটি। অস্ট্রেলিয়া-ব্রিটেনসহ বিশ্বের বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয় এ মডেলের বিমানের চলাচল। ফলে ধ্বস নামে বোয়িংয়ের এই বিমান বিক্রিতে। প্রায় ৪০০ বিমানের অর্ডার বাতিল হয় সেসময়।

তবে নাম পরিবর্তনের মাধ্যমে আবারও বাজার ধরার পরিকল্পনা তাদের। তবে অ্যাভিয়েশন বিশেষজ্ঞদের আশঙ্কা, পুরোনো ত্রুটিযুক্ত বিমানগুলোই নতুন নামে বাজারে ছাড়বে বোয়িং।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply