পর্তুগালে করোনায় বাংলাদেশি শিশুর মৃত্যু

|

জহুরুল ইসলাম মুন, পর্তুগাল:

পর্তুগালে করোনায় এক বাংলাদেশি শিশুর মৃত্যু হয়েছে। তার নাম আয়েশা আহম্মেদ তোয়া।
তার বয়স হয়েছিল মাত্র ৪ মাস ২১ দিন। এটিই পর্তুগালে প্রথম বাংলাদেশি কোনো শিশুর মৃত্যু বলে জানা গেছে।

পর্তুগাল প্রবাসী ফখরুল আহমেদ লিটন কাদেরীর মেয়ে আয়েশা মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে লিসবনের এস্তেফানিইয়া হাসপাতালে মৃত্যুবরণ করে। পর্তুগালে করোনা আক্রান্ত হয়ে দ্বিতীয় কোনো প্রবাসীর মৃত্যু এটি।

জানা যায়, গত মাসে মা-বাবা ও মেয়ে অসুস্থ হয়ে পড়লে সবাই হাসপাতালে ভর্তি হন। পরে ২৭ জুলাই কোভিড-১৯ টেস্টে পজেটিভ ধরা পড়ে তাদের শরীরে। মা-বাবা ১৫ দিন পর নেগেটিভ আসলেও শিশুটি ছিল নিবির পরিচর্যা কেন্দ্রে। অবশেষে ১৮ আগস্ট (মঙ্গলবার) পর্তুগালের স্থানীয় সময় বিকেলে লিসবনের এস্তেফানিইয়া হাসপাতালে আয়েশা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আয়েশার মৃত্যুর খবর তার বাবা নিশ্চিত করেছেন।

নিহত আয়েশার বাবার বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার নিমসারে। ফখরুল আহমেদ লিটন লিসবনে পর্যটন ব্যবসার সাথে জড়িত।

ইউএইস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply