লক্ষ্মীপুর বিআরটিএ কার্যালয়: টাকাই যেখানে কাজের মূলমন্ত্র!

|

অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে লক্ষ্মীপুরের বিআরটিএ কার্যালয়। ঘুষ-দুর্নীতিতে জড়িত অফিস সহায়ক থেকে শুরু করে অসাধু কিছু কর্মকর্তারা। সেবা নিতে গেলে গুনতে হয় বাড়তি টাকা। রয়েছে দালালের দৌরাত্ম্য। চাহিদা মতো টাকা না দিলে পদে পদে হয়রানির শিকার হতে হয়।

দুর্নীতির সবচেয়ে বেশি অভিযোগ এই কার্যালয়ের অফিস সহকারী মাহবুবের বিরুদ্ধে। প্রকাশ্যে ঘুষ নেয়ার প্রমাণও মিলেছে। একই অবস্থা অন্য অফিস সহকারীদেরও।

দিনের পর দিন এভাবে চলায় এখানে সেবা নিতে আসা মানেই যন্ত্রণা-দুর্ভোগ হিসেবেই প্রতীয়মান হয়েছে জেলার মানুষদের কাছে। ভুক্তভোগীদের অভিযোগ, নির্ধারিত ফি’র চেয়ে বাড়তি টাকা না দিলে কোন কাজ হয়না।

এখানেই শেষ নয়। অফিসজুড়ে রয়েছে দালালের দৌরাত্ম্য। অভিযোগ আছে, সব ধরনের কাজ নানা কৌশলে তারা নিয়ন্ত্রণ করে। যেকোন কাগজপত্র ঠিক করতে দিতে হয় কমিশন। সেটার ভাগ যায় অসাধু ব্যক্তিদের পকেটে।

তবে এসব অনিয়ম-দুর্নীতিতে যারা জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে জানালেন কার্যালয়ের সহকারী পরিচালক অনুজ চন্দ্র।

আর ঘুষ-দুর্নীতির বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply