করোনাযুদ্ধ নিয়ে ‘চায়না বাংলাদেশ পোস্টার ডিজাইন’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

|

করোনাযুদ্ধ নিয়ে আয়োজিত হলো ‘চায়না বাংলাদেশ পোস্টার ডিজাইন’ প্রতিযোগিতা। সোমবার চীনা দূতাবাসের আয়োজনে এ পোস্টার ডিজাইন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনা রাষ্ট্রদূত এইচই মি লি জিমিং। 

অনুষ্ঠানে, রাষ্ট্রদূত লি প্রতিযোগী ও উপস্থিত সবার সাথে কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি বিজয়ীদের পোস্টারগুলো দেখেন ও তাদের হাতে পুরস্কার তুলে দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক পরামর্শদাতা মি. সান ইয়ান, বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সেন্টারের চেয়ারম্যান দেলোয়ার হোসাইন, চায়না মিডিয়া গ্রুপের ভাষা বিভাগের পরিচালক মি. ইউ গুয়াংগুয়ে।

উল্লেখ্য, এ প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার ৬৫০ জন চিত্রকলাপ্রেমী ও পেশাদার ডিজাইনারের কাজ জমা পড়ে। তারমধ্যে ৫৮০টি চিত্রকর্ম প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়। এর ভেতরে ২২টি চিত্রকর্মকে পুরস্কৃত করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply