ট্রাম্পের বিরুদ্ধে শক্ত অবস্থানে দাঁড়ালেন মিশেল ওবামা

|

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। ভোটারদের ডেমোক্র্যাট পার্টির প্রার্থী জো বাইডেনের পক্ষে রায় দেয়ার আহ্বান জানিয়ে তিনি ওই সময়ে ট্রাম্পের কঠোর সমালোচনা করেন।

সোমবার ডেমোক্র্যাট দলের জাতীয় সম্মেলনের প্রথম রাতে রিপাবলিকান নেতা ট্রাম্পের কঠোর সমালোচনা করেন তিনি। খবর বিবিসির।

মিশেল ওবামা উল্লেখ করেন, ট্রাম্প চলতি চার বছরের মেয়াদে যে পরিমাণ ‘বিশৃঙ্খলা’ সৃষ্টি করেছেন, তার ইতি টানতে ভোটারদের সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেনকে বেছে নেয়া উচিত। তিনি বলেন, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরে করোনাভাইরাসকে তুচ্ছ-তাচ্ছিল্য করার কারণে আজ দেশের অর্থনীতি হুমকির মুখে পড়েছে। বর্ণবৈষম্য ইস্যুতে বিতর্কিত ভূমিকা পালন করেছেন তিনি।

ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ‘ভুল প্রেসিডেন্ট’ অ্যাখ্যা দিয়ে সাবেক এ ফার্স্ট লেডি বলেছেন, যখনই আমরা হোয়াইট হাউসের দিকে নেতৃত্ব কিংবা সান্ত্বনা পাওয়ার জন্য তাকিয়েছি কিংবা স্থিরতা দেখতে চেয়েছি, তখনই আমরা পেয়েছি বিশৃঙ্খলা, বিভক্তি এবং সহমর্মিতার ভয়াবহ ঘাটতি।

মিশেল আরও বলেন, আপনাদের যদি মনে হয়, পরিস্থিতি এর চেয়ে খারাপ হওয়া সম্ভব নয়; বিশ্বাস করুন, এর চেয়েও খারাপ হতে পারে। তারা তা করবে, যদি না এ নির্বাচনে আমরা পরিবর্তন আনতে পারি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply