সরকারের চোখ গভীর সমুদ্রে; ধরা হবে টুনা ও পেলাজিক মাছ

|

অবশেষে গভীর সমুদ্রে মৎস্য আহরণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম দফায় পরীক্ষামূলক ভাবে ধরা হবে টুনা ও সমজাতীয় পেলাজিক মাছ। কৌশল শেখাতে প্রশিক্ষক আনা হবে ভারত ও শ্রীলঙ্কা ত্থেকে। এ সংক্রান্ত ৬১ কোটি টাকার প্রকল্প উপস্থাপন করা হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক সভায়। বাস্তবায়ন করবে মৎস্য অধিদপ্তর।

সকালে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় ৭টি প্রকল্প নিয়ে আলোচনা শুরু হয়। মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৪৬৮ কোটি টাকা।

পরিকল্পনা কমিশন জানায়, গভীর সমুদ্রের বিশাল অঞ্চলে বাংলাদেশের কর্তৃত্ব থাকলেও জেলেরা এখনও অগভীর অংশে মাছ ধরে অভ্যস্ত। এর ফলে অনেক সময় মানা হয় না সংরক্ষণ আইন। কিন্তু গভীর সমুদ্রে আহরণে জেলেদের অভ্যস্ত করা গেলে মৎস্য খাতে বেসরকারি বিনিয়োগ বাড়বে। তাই পরীক্ষামূলকভাবে এই প্রকল্প হাতে নিচ্ছে সরকার। এর বাইরে খুলনা সড়ক জোনের উন্নয়ন ও রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রকল্প নিয়ে আলোচনা চলছে একনেক সভায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply