দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে অন্ধকার কাটছে না; এবার বোর্ড সভাপতির পদত্যাগ

|

JOHANNESBURG, SOUTH AFRICA - DECEMBER 07: Chris Nenzani (Cricket SA, President) during the CSA media briefing at Inter-Continental Hotel, OR Tambo International Airport on December 07, 2019 in Johannesburg, South Africa. (Photo by Johan Rynners/Gallo Images)

স্বেচ্ছায় পদত্যাগ করলেন ৭ বছর দায়িত্বে থাকা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড সভাপতি ক্রিস নেনজানি।কাউন্সিল সদস্যদের ভোটে সভাপতি নির্বাচন না হওয়া পর্যন্ত আপাতকালিন দায়িত্ব পালন করবেন সহ-সভাপতি বেরেসফোর্ড উইলিয়ামস।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে সমস্যা যেন কাটছে না। গত ডিসেম্বরে অসদাচরণের দায়ে বহিষ্কার হন সিএসএ’র প্রধান নির্বাহী থাবাং মোরোয়ে। শূন্য পদে দায়িত্ব পান জ্যাক ফলে। তবে নির্বাচনে আগে সভাপতির পদত্যাগ অনেকেই ভালো ভাবে নেননি।

নেনজানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল অনেক আগে থেকেই। তার আমলে নিয়োগ পান জাতীয় দলের প্রধান কোচ মার্ক বাউচার। তবে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে যুক্ত ৩০ জন সাবেক ক্রিকেটারের জোট স্মিথ ও বাউচারের নিয়োগ যথাযথ প্রক্রিয়ার বিপক্ষে অভিযোগ করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply