৫ কোটি টাকায় কিংবদন্তি মাইকেল জর্ডানের জুতো নিলামে বিক্রি

|

বিখ্যাত বাস্কেট বল কিংবদন্তি মাইকেল জর্ডানের ব্যবহৃত ১ জোড়া জুতো নিলামে বিক্রি হয়েছে রেকর্ড ৬ লাখ ১৫ হাজার ডলার বা বাংলাদেশী টাকায় ৫ কোটি ২২ লাখ টাকা।

নাইকি এয়ার জর্ডান হাই অ্যাঙ্কেল জুতো জোড়া ব্যবহার করেছিলেন ১৯৮৫ সালে শিকাগো বুলসে খেলার সময়। জুতো জোড়ার প্রত্যাশিত মূল্য ছিল সাড়ে ৬ লাখ থেকে সাড়ে ৮ লাখ ডালার। তবে শেষ পর্যন্ত নিলামে বিক্রি হয় ৬ লাখ ১৫ হাজার ডলারে। ইতালিতে একই নিলামে ১ লাখ সাড়ে ১২ হাজার ডলারে বিক্রি হয় ১৯৯২ সালে ব্যবহৃত জর্ডানের আরও একজোড়া জুতো।

ইএসপিএন এর ডকুমেন্টারি ‘দ্য লাস্ট ডান্স’ প্রকাশের পর থেকে জর্ডান এবং তার ক্রীড়া স্মৃতিচারণের প্রতি আগ্রহ বেড়েছে। বর্ণবাদ বিরোধী লড়াইয়ে ১০০ মিলিয়ন পাউন্ড সহায়তার ঘোষণা দিয়েছেন আমেরিকার বাস্কেটবল লিজেন্ড।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply