সুশান্তের ময়নাতদন্তের ‘তদন্ত’ চাইলেন আইনজীবী, উল্লেখ নেই মৃত্যুর সময়

|

‘বেল্টের ফাঁস দিয়ে সুশান্তকে খুন করেছে বন্ধু সিদ্ধার্থ’

খুন করে ঝুলিয়ে রাখা হয়েছিল নাকি আত্মহত্যা? কীভাবে মারা গিয়েছিলেন সুশান্ত? ময়নাতদন্তের রিপোর্ট দেখে তা বোঝার উপায় নেই। এমনটাই অভিযোগ সুশান্তের পরিবারের আইনজীবী বিকাশ সিংহের। বিকাশ জানান, সুশান্তের ময়নাতদন্তের রিপোর্ট অসম্পূর্ণ। তাতে কোথাও উল্লেখ নেই সুশান্তের মৃত্যুর সময়। কী করে এত গুরুত্বপূর্ণ একটি তথ্য রিপোর্টে আসল না- তা নিয়েই প্রশ্ন তুলেছেন ওই আইনজীবী। খবর আনন্দবাজার পত্রিকার।

বিকাশ বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্টে মৃত ব্যক্তির মৃত্যুর সময় উল্লেখ থাকা বাঞ্ছনীয়। কিন্তু আমার কাছে যে রিপোর্ট পেশ করা হয়েছে তাতে কোথাও সুশান্তের মৃত্যুর সময়ের উল্লেখ নেই। সুশান্তকে হত্যা করে ঝুলিয়ে দেয়া হয়েছিল নাকি সে আত্মহত্যা করেছিল, মৃত্যুর সময় দেখেই তা স্পষ্ট ভাবে জানা যেত। মুম্বই পুলিশ এবং কুপার হাসপাতালকে এর জবাব দিতে হবে, আর সে কারণেই সিবিআই তদন্তের প্রয়োজন।’

মুম্বই পুলিশের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘মুম্বই পুলিশ যথেষ্ট পেশাদার, কিন্তু সেখানে রাজনীতি প্রবেশ করলে সেই পেশাদারিত্ব আর বজায় থাকে না। এই হাই প্রোফাইল মামলায় রাজনৈতিক নেতারা প্রবেশ করাতেই অসুবিধা হচ্ছে বলে জানান তিনি।’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply