ঘুষ ও দুর্নীতির অভিযোগে সুপ্রিমকোর্ট এফিডেভিট শাখায় অভিযান

|

দুর্নীতির অভিযোগে সুপ্রিমকোর্ট এফিডেভিট শাখায় অভিযান

ঘুষ ও দুর্নীতির অভিযোগে সুপ্রিমকোর্ট এফিডেভিট শাখায় আপিল বিভাগের বিচারপতি ইমান আলীর নেতৃত্বে পুলিশ নিয়ে অভিযান চালিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

এসময়, স্বাস্থ্যবিধি না মান, অবাঞ্চিত উপস্থিতি, ঘুষ-দুর্নীতি, অনিয়ম, পুলিশের সাথে খারাপ ব্যবহার করাসহ বিভিন্ন অভিযোগে ৪৩ জন ক্লার্ককে আটক করা হয়।

এরপরই আটকের প্রতিবাদে সেকশন ভবন ঘিরে রেখেছিলো ক্লার্করা। পরবর্তীতে সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদকের অনুরোধে তারা স্থান ত্যাগ করেন। এবং তার মধ্যস্থতায়, এই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা এবং ভবিষ্যতে অনিয়ম হবে না এমন মুচলেকায় ৪৩ জনকে ছেড়ে দেয়া হয়।

সুপ্রিম কোর্ট বার জানায়, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের যেকোন কার্যক্রমের পক্ষে তারা রয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply