বিশ্বজুড়ে একদিনে করোনায় মৃত্যু ৫ হাজার ৬০০, শনাক্ত ২ লাখ ৭৫ হাজার

|

বিশ্বজুড়ে একদিনে করোনায় মৃত্যু ৫ হাজার ৬০০, শনাক্ত ২ লাখ ৭৫ হাজার

বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬শ’এর বেশি মানুষের প্রাণ গেছে করোনাভাইরাসে। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে প্রায় ২ লাখ ৭৬ হাজার। এ নিয়ে করোনাভাইরাসে প্রাণহানি দাঁড়ালো ৭ লাখ ৬২ হাজারের ওপর। মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২ কোটি ১৩ লাখ ৩৫ হাজার।

একদিনে সর্বোচ্চ প্রাণহানি যুক্তরাষ্ট্রে। শুক্রবার দেশটিতে ১ হাজার ৮১ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসে। ৬০ হাজারের কাছাকাছি নতুন সংক্রমণ।

ব্রাজিলে একদিনে প্রাণ গেছে ১ হাজার ৭ জনের। সংক্রমিত শনাক্ত হয়েছে ৪৯ হাজারের ওপর।

অপরদিকে করোনার প্রকোপ বেড়ে চলেছে ভারতেও। ৬৫ হাজার ৬শ’য়ের বেশি সংক্রমণ নিয়ে শুক্রবার সংক্রমণ শনাক্তের শীর্ষে দেশটি। ৯৯০ জনের মৃত্যুর পর মোট প্রাণহানি ছাড়িয়েছে ৪৯ হাজার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply