মূল আসামি আনোয়ার বাইরে, জেল খাটছেন হানিফ

|

মূল আসামি বাইরে, কিন্তু টাকার বিনিময়ে জেল খাটছেন অন্য এক ব্যক্তি। সম্প্রতি আদালতে শুনানির সময় ধরা পড়ে, আনোয়ার নামে এক দাগি আসামির জালিয়াতি। নকল আসামি সাজিয়ে জেল খাটার ঘটনায় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে আইনজীবীরা।

পুলিশের তালিকায় চিহ্নিত মাদক কারবারী আনোয়ার হোসেন। বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর গ্রামে। তার বিরুদ্ধে রয়েছে ৮টি মাদকের মামলা।

আত্মসমর্পণ করলেই জেলে যেতে হবে, এমন ধারণা পেয়েই নকল আসামি সাজিয়ে ফেলেন আনোয়ার। ২০১৯ সালের এক মামলায় আবু হানিফ নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা দেয়ার চুক্তিতে আনোয়ার সাজিয়ে, গত ৮ জুলাই আদালতে আত্মসমর্পণ করান। জামিন চাইলে নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠান। সেই থেকে হানিফ-ই জেল খাটছেন। ১০ আগস্ট শুনানির সময় ধরা পড়ে নকল আসামির বিষয়টি।

এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন জেলা ম্যাজিস্ট্রেট। সম্প্রতি তারা কুমিল্লা কারাগারে বন্দী, নকল আসামি আবু হানিফকে জিজ্ঞাসাবাদও করে। খুঁজে পায় ঘটনার সত্যতা।

নকল আসামি সাজিয়ে জেল খাটার ঘটনায় কারও অবহেলা থাকলে ব্যবস্থা নেয়ার দাবি আইনজীবীদের।

২০১৯ সালের ১৩ জুলাই কুমিল্লা ডিবির এসআই নন্দন চন্দ্র সরকার, হেলাল ওরফে মুরগী হেলালকে ২ কেজি গাঁজাসহ আটক করেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মাদক মামলা করা হয়। ওই মামলারই পলাতক আসামি ছিলেন আনোয়ার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply