শাস্তি পাওয়ায় বড়দিনের অনুষ্ঠান থেকে বাবাকে বাদ দিলেন ব্রড!

|

ক্রিস ব্রড ও স্টুয়ার্ট ব্রড

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে আইসিসির কোড অব কন্ডাক্ট ভঙ্গের দায়ে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা দেন ইংলিশ ফাস্ট বােলার স্টুয়ার্ট ব্রড। এই ক্রিকেটারের বিচার করে জরিমানা ধার্য করা তথা শাস্তি দেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড যিনি স্টুয়ার্ট ব্রডের বাবা। শাস্তি পাওয়ার পর আগামী বড়দিনের অনুষ্ঠান থেকে বাবাকে বাদ দেয়ার ঘােষণা দিয়েছেন ছেলে ব্রড।

শাস্তি পাওয়ার কিছুক্ষণ পর টুইটারে স্টুয়ার্ট ব্রড লিখেছেন, তিনি (বাবা) ক্রিসমাসের (বড়দিনের) কার্ড পাচ্ছেন না। পুরস্কারের তালিকা থেকেও বাদ দিলাম!’

এর আগে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটির চতুর্থ দিন ইয়াসির শাহের সঙ্গে অসদাচরণ করেন স্টুয়ার্ট ব্রড যা আইসিসির আচরণবিধির ২.৫ ধারা অনুসারে নিষিদ্ধ। ফলে নিয়ম অনুযায়ী তার ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়ে।

ব্রডের নামের পাশে এখন তিনটি ডিমেরিট পয়েন্ট। আইসিসির আচরণবিধি অনুযায়ী, দুই বছর সময়ের মধ্যে কোনো ক্রিকেটার চারটি ডিমেরিট পয়েন্ট পেলে একটি টেস্ট, দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টির যেটি আগে আসে, সেটিতে নিষিদ্ধ থাকবেন।

ইউএইস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply