অপরাধীদের জন্য স্বর্গরাজ্য যেসব ভারতীয় শহর

|

বিহারের একটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের নকল সরবরাহ করার হিড়িক

ঘনবসতির দেশ ভারতের বিভিন্ন শহর হয়ে উঠেছে অপরাধীদের স্বর্গরাজ্য। বিশেষ বিশেষ শহর হয়ে উঠেছে বিশেষ বিশেষ অপরাধের কেন্দ্রবিন্দু। জার্মানী ভিত্তিক সংবাদ সংস্থা ডয়েচে ভেলে’র সৌজন্যে সেরকম কিছু শহররের গল্পই থাকছে এখানে।

ভারতের প্রাক্তন মুঘল রাজধানীর রাজ্য উত্তর প্রদেশের মীরাট ও মুজফফরনগরে সক্রিয় রয়েছে ভয়ঙ্কর সব গাড়ি চোর সিন্ডিকেট। সেইসাথে, উত্তর ভারতের অন্যান্য শহরে গাড়ি চুরির ঘটনার তদন্ত থেকে উঠে এসেছে এই দুই শহরের দাগী আসামীদের নাম৷

এই রাজ্যের ইটাওয়া ও বুলন্দশহর অঞ্চলে মোটা অঙ্কের টাকার বিনিময়ে খুনের ঘটনা চলে রমরমিয়ে। এই দুই শহরের সাথে পাল্লা দিয়ে একই অপরাধ বেড়েছে বিহারের বেগুসারাই শহরেও। রাজনৈতিক প্রতিহিংসাজনিত কারণে প্রতিপক্ষকে গুমের ঘটনার জন্যও কুখ্যাত হয়ে উঠেছে বিহার।

সেইসাথে পরীক্ষায় নকল করার জন্যও বিহারের বদনাম পুরো ভারত জুড়ে। এমনকি রাজ্যে প্রথম হওয়া পরীক্ষার্থীর বিরুদ্ধেও উঠেছে নকল করার অভিযোগ।

দক্ষিণ ভারতের শহর হায়দরাবাদ কুখ্যাত হয়েছে ভোটার কার্ড বা ‘আধার’ জাতীয় পরিচয়পত্র জালিয়াতির ঘটনা দিয়ে। গত কয়েক বছরে এ শহরে এ ধরণের অপরাধের মাত্রা বেড়েছে বহুগুনে।

মধ্য প্রদেশ ও রাজস্থানের বিভিন্ন হাইওয়ে সংলগ্ন বসতিহীন অঞ্চলগুলি কুখ্যাত হয়েছে লুটপাটের জন্য।

ভারতের তথ্যপ্রযুক্তির রাজধানী বলে খ্যাত বেঙ্গালুরু কুখ্যাত হয়েছে আইট ফ্রড বা তথ্যপ্রযুক্তি অপরাধের জন্য।

একের পর এক ভয়াবহ ধর্ষণের ঘটনায় ‘ধর্ষণের রাজধানী’ তকমা পেয়েছে খোদ দেশটির রাজধানী দিল্লি।

কয়লা খনির জন্য বিখ্যাত ঝাড়খণ্ডে সক্রিয় আছে বহু মাফিয়া চক্র৷ খুন থেকে শুরু করে হেন অপরাধ নেই যার সাথে জড়িত নেই এসব মাফিয়ারা

ভারতের উত্তরাখণ্ড, যেখানে রয়েছে বন্যপ্রাণীদের জন্য অভয়ারণ্যখ্যাত উত্তরাখণ্ডে সক্রিয় রয়েছে অবৈধ শিকার ও পাচারের একাধিক চক্র৷ বাঘ, চিতাবাঘসহ নানা রকমের পাখির পাচার হয় সেখান থেকে৷

পর্যটনেরর জন্য বিখ্যাত হিমাচলের কুলু ও মানালি কুখ্যাত হয়ে উঠেছে মাদকের জন্য। বিদেশি পর্যটকদের অবৈধ বিনোদনে আকৃষ্ট করার জন্য এই অঞ্চলে রয়েছে ব্যাপকহারে গাঁজা, আফিম ও চরসের উৎপাদন৷


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply