শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে চারশ’ তালেবান যোদ্ধাকে মুক্তি দিল আফগানিস্তান

|

শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার উদ্যোগ হিসেবে এবার চারশ’ তালেবান যোদ্ধাকে মুক্তি দিল আফগান সরকার।

আফগানিস্তানে ১৯ বছর ধরে চলমান সংঘাতের অবসান ঘটানোর চেষ্টা উপলক্ষে যুক্তরষ্ট্রের সাথে সম্পাদিত চুক্তির আওতায় এসব তালেবান যোদ্ধাদের মুক্তি দেয়া হয়। খবর পাক গণমাধ্যম দি এক্সপ্রেস ট্রিবিউন’র।

রোববার দেশটির সংসদের উচ্চ কক্ষ ‘লয়া জিরগা’য় এ সংক্রান্ত আদেশ অনুমোদন দেয়া হয়। সেখানে বলা হয়, শান্তি আলোচনা এগিয়ে নিতে এর সামনে থাকা প্রতিবন্ধকতা দূর করার লক্ষে এই চারশ’ তালেবান যোদ্ধাকে মুক্তি দেয়া হবে।

আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেন, শান্তি আলোচনার অংশ হিসেবেই আমি ৪০০ তালেবান যোদ্ধার মুক্তির আদেশে স্বাক্ষর করেছি।

গত সপ্তাহে আশরাফ ঘানি প্রায় ৩,২০০ আফগান গোত্রীয় সর্দার ও রাজনীতিবিদদের আমন্ত্রণ জানান চলমান করোনা পরিস্থিতি ও দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য।

একইসাথে, ধাপে ধাপে তালেবান যোদ্ধাদের মুক্তি দেয়ার মাধ্যমে পুরো পাঁচ হাজার তালেবান যোদ্ধাদের মুক্তি দেয়া হবে বলেও জানানো হয়।

এই সপ্তাহেই কাতারের দোহায় তালেবান ও আফগান সরকারের মধ্যকার শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এই উপলক্ষে তালেবানের কাছে সম্পূর্ণ অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট।

এরআগে, যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রতিশ্রুতিতে আফগানিস্তানে চলমান যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘমেয়াদী যুদ্ধের অবসান করার প্রতিশ্রুতি দেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply